পটুয়াখালীর গলাচিপায় ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় গোলখালী ইউনিয়ন হরিদেবপুর মাঝি কল্যাণ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গোলখালী ইউনিয়নের নৌকার মাঝি, ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাঝি কল্যাণ সমিতির সভাপতি মো. সিদ্দিক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু শিবু লাল দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক সঞ্জিব দাস,
সাংবাদিক মো. নাসির উদ্দিন প্যাদা, ইউএনএফপিএ-এর ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো. শামিউল আলম, আইন ও শালিস কেন্দ্রের প্রোজেক্ট অফিসার হুমায়ুন কবির, প্রকল্প সমন্বয়ক মোসা. হাসিনা পারভীন।
আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন ইউপি সদস্য মো. মনির হাওলাদার, সোস্যাল মোবিলাইজেশন অফিসার মো. হাসান মাহমুদ, কেস ম্যানেজার বুলু রানী মিত্র, কেস ওয়ার্কার হ্যাপি আক্তার,
তহমিনা বেগম, মৌসুমী বেগম প্রমুখ। আস্থা প্রকল্পটি নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ ও আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় পটুয়াখালী জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে সুশীলন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. নাসির উদ্দিন হাওলাদার।
প্রকল্প সমন্বয়ক মোসা. হাসিনা পারভীন সভার মুল উদ্দেশ্য, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ এর থিম সহ প্রকল্পের বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন এবং প্রোজেক্ট অফিসার হুমায়ুন কবির আইন ও শালিস কেন্দ্র আস্থা প্রকল্পের উপর নির্মিত একটি প্রেজেন্টেশন সভায় উপস্থাপন করেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাঝিদের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন বলেন, আমরা সকলে একত্রিত হয়ে নারী সহিংসতা প্রতিরোধ করার চেষ্টা করব। সকলকে এ বিষয়ে সচেতন করব। নারীরাও আমাদের সমাজের একটি অংশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com