গর্ভ ভাড়া নিয়ে ১৬ সন্তানের বাবা জাপানি ধনকুবের

লেখক:
প্রকাশ: ৬ years ago

নারীর গর্ভ ভাড়া করে কমপক্ষে ১৬ সন্তানের জন্ম দিয়েছেন এক জাপানি পুরুষ। মুৎসুতোকি শিগেতা নামে ২৮ বছরের ওই ব্যক্তি জাপানের এক ধনী শিল্পোদ্যোক্তার ছেলে।

২০১৪ সালে শিগেতা জানান, থাইল্যান্ডে বিভিন্ন নারীর গর্ভ ভাড়া করে কমপক্ষে ১৬ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এর পর তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। থাইল্যান্ডে একটি মামলাও হয়। ‘বেবি-ফ্যাক্টরি’ নামে পরিচিত ওই মামলার পর দেশটিতে বিদেশীদের জন্য গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্মদানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

তবে ব্যাংককের একটি আদালত সম্প্রতি শিগেতার পিতৃত্বের অধিকারে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ইন্টারপোল মানব-পাচারের অভিযোগে শিগেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ব্যাংককে তার ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়। সেখানে গর্ভ-ভাড়ার মাধ্যমে জন্মানো ৯টি শিশু, কয়েকজন ধাত্রী এবং এক গর্ভ ভাড়াদানকারীকে অন্ত:সত্বা অবস্থায় পাওয়া যায়। সূত্র: বিবিসি