ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম গ্রেপ্তার বাবলী আক্তারকে সংগঠনের নেত্রী হিসেবে নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে বাবলী আক্তারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। আমরা ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামে ওই তরুনীর সম্পৃক্ততা পাই। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি বাবলী আক্তারকে আজ (বুধবার) ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনা গুলোতে মামলা হয়। ওই মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী নামের ওই তরুনী গরুগুলো নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মূহুর্তে বলতে পারছি না।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com