রাজশাহীতে গরু চুরির অভিযোগে দুই নারীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছে থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়।
বুধবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি টিম হরিপুর দরগাপাড়া মোড়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন-রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী বুথপাড়া গ্রামের মো. মোখছেদ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫), মৃত কচির মেয়ে মোসা. আরজুনা বেগম (৪০) এবং মৃত আয়েন সরকারের মেয়ে মোসা. রেনুকা বেগম (৩৮)।
ঘটনাটি নিশ্চিত করে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহবুব জানান, বুধবার দামকুড়া থানা পুলিশের একটি টিম বিশেষ চেকপোস্টে দায়িত্বপালন করছিল। এসময় গোদাগাড়ী থেকে রাজশাহী অভিমুখে দুই নারীসহ এক ব্যক্তি একটি গরু নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের সন্দেহ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গরুর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এসময় একেক জন একেক ধরনের কথা বলায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে তাদের আটক করা হয়।
ওসি আরও জানান, বিষয়টি গোদাগাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে তারা গরুটির প্রকৃত মালিক মো. মাসুম আলীকে উদ্ধারকৃত গরুটি ফিরিয়ে দেন। পাশাপাশি আসামিদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com