একাদশ শ্রেনীতে পড়ুয়া তানিশা আক্তার সালমা, নোয়াখালী জেলার কোম্পানীগণ্জ থানার নদী তীরবর্তী প্রত্যান্ত অঞ্চল চর এলাহী গ্রামের ১ নং ওয়ার্ডের হতদরিদ্র অসহায় পিতার ৫ সন্তানের মধ্যে ২য়। আজ থেকে প্রায় ৬ বছর ছয় আগে তার কোমরের টিউমার অপারেশন করতে গিয়ে ঢাকার একটি হাসপাতালে ডাক্তার ভূল করে একটি রগ কেটে ফেলে, সে ভূলের ফলস্বরূপ হাটুর উপর থেকে কেটে বাদ দিতে হয় সালমার একটি পা। হতদরিদ্র সালমার পিতা অনেক কষ্টে মেয়েকে ঢাকা থেকে একটি কৃত্রিম পা লাগিয়ে নিয়ে আসে, কিন্তু ছয় বছরে তার কৃত্রিম পা’ টি অনেকাংশে ক্ষয় হয়ে যায়, এবং সালমার বেড়ে ওঠায় পাটিও ছোট হয়ে যায় কৃত্রিম পা’টি সালমার ব্যাবহার অনুপোযোগী হয়ে যায়। এ অবস্থায় একটি কৃত্রিম পা’য়ের জন্য একাদশ শ্রেনীতে পড়ুয়া দরিদ্র পরিবারের মেয়ে সালমার পড়ালেখা যেন বন্ধ না হয়।
মানবিক পুলিশ ইউনিটের টিম লিডার শওকত হোসেন বলেন-
আমরা দরিদ্র পরিবারের পড়ালেখা করা মেয়েটির কৃত্রিম পা লাগানোর দায়িত্ব নিলাম পাশাপাশি সমাজের বিত্তশালীদের কাছে অনুরোধ তারা যেন সালমার পাশে এগিয়ে আসে কোন কিছুর অভাবে যেন মেয়েটির পড়ালেখা বন্ধ নাহয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com