গভীর সাগরে রাশিয়ান সাবমেরিন, বেজে উঠল অ্যালার্ম

:
: ৬ years ago

মার্কিন গোয়েন্দাদের দাবি, আমেরিকার আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের উপর হয়তো আক্রমণ আসতে চলেছে। আর এই আক্রমণ আনছে রাশিয়া। এই দাবি যে অমূলক নয়, তার প্রমাণও দিয়েছেন তারা। যা নিয়ে উদ্বিগ্ন পুরো আমেরিকা এবং তার জোটসঙ্গীরা।

এ ব্যাপারে আমেরিকার গোয়েন্দারা জানান, রবিবার সমুদ্রের নিচে আমেরিকার আন্তর্জাতিক কেব্‌ল লাইনের কাছাকাছি রাশিয়ার সাবমেরিন এবং গুপ্তচরদের একটি জাহাজ গিয়েছিল। যদিও কেব্‌ল লাইনের কোনো ক্ষতি হয়নি। কেব্‌ল লাইনের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই ‘অ্যালার্ম ঘণ্টা’ বেজে ওঠে। তবে ভবিষ্যতে যে আবার এই ঘটনার পুনরাবৃত্তি হবে না কিংবা কেব্‌ল লাইনের কোনো ক্ষতি হবে না, সে ব্যাপারে নিশ্চয়তা নেই।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার উইলিয়াম মার্কস জানান, টেলিকম বা ইন্টারনেট যোগাযোগের প্রধান কেব্‌লে গরমিল হওয়ার কথা শুনলে যেকোন দেশই উদ্বিগ্ন হবে।

রাশিয়া আমেরিকার এই প্রধান কেব্‌ল লাইনটি ‘ট্র্যাপ’ করতে পারে বলেও আশঙ্কিত হোয়াইট হাউস।