গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. প্রতিভা রানী কর্মকার

:
: ৩ years ago

অমৃত রায়, জবি প্রতিনিধি::জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (প্রাক্তন) ও সহযোগী অধ্যাপক (ইংরেজি ) ড. প্রতিভা রানী কর্মকার গবেষণায় আন্তর্জাতিক এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন| গত ৬ মে, ২০২১ তাঁকে ইমেইলের মাধ্যমে ভারতের ভিডিগুড প্রফেশনাল এসোসিয়েশনের “International Scientist Awards on Engineering, Science and Medicine” সংস্থা থেকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় | আগামী ২৮ ও ২৯ আগস্ট, ২০২১ তারিখে ভারতের ত্রিবান্দ্রমে এই গবেষণাধর্মী সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিনি কোরোনাকালীন সময় ভারত, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন অনলাইন শিক্ষা বিষয়ক ওয়েবমিনার ও কর্মশালায় অংশগ্রহণ এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন | ড. প্রতিভা রানী কর্মকার দীর্ঘদিন নিয়মিত শিক্ষা , সমাজ ও ভাষা নিয়ে লিখে যাচ্ছেন | তিনি মনে করেন , দেশের প্রতি গভীর ভালোবাসা তাঁর এই নিয়মিত লেখালিখি ও গবেষণার মূল অনুপ্রেরণা | তিনি শিক্ষাক্ষেত্রে আরো ফলপ্রসূ গবেষণায় অধিক আগ্রহ প্রকাশ করেছেন | তাঁর রচিত প্রকাশিত বইয়ের সংখ্যা ৬ এর অধিক। এছাড়া তাঁর ১৮টি রিসার্চ পাব্লিকেশন এবং ১২টি স্কলাস্টিক রোলস & একমপ্লিসমেন্টস রয়েছে।