পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টার খোলা হয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা মস্তিষ্কের অপারেশনসহ বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা ট্রমার রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
এতে বলা হয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পলসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থা রেখেছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টারে।
যেসব রোগীর রোগ ধরা পড়ছে না, যারা শয্যাশায়ী, যেসব বয়োবৃদ্ধের হাঁটা-চলা করতে সমস্যা, ভারত বা সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে যেসব রোগী চিকিৎসা করতে রাজি হয়নি, তাদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিউরোসায়েন্স সেন্টারে (জটিল রোগীদের) শতভাগ সুচিকিৎসা দেয়া হচ্ছে। তাই অন্য যেকোনো জায়গায় চিকিৎসা সেবা নিতে গিয়ে সর্বশান্ত হওয়ার আগে গণস্বাস্থ্য নিউরোসায়েন্স সেন্টারে যোগাযোগ করতে অনুরোধও জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
যোগাযোগের ঠিকানা- গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি- ১৪/ই, রোড-৬, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
ফোন : +৮৮০২- ৯৬৭০০৭১-৫, অধ্যাপক ডা. মো. ফরিদুল ইসলাম চৌধুরী সরাসরি- ০১৭৭৪-১৩৫৮১০।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com