#

সংবাদ প্রচার ও প্রকাশে গণমাধ্যম এবং সংবাদকর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, দেশের কিছু সংবাদপত্র ও টেলিভিশন সম্প্রতি মন্ত্রণালয় সম্পর্কে ‘বিভ্রান্তিকর ও অপ্রত্যাশিত’ খবর প্রচার করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, এসব সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর খবর পরিবেশন করে দেশের ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

তথ্য বিবরণীতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যথার্থভাবে সরকারি নিয়ম-কানুনের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি তদন্ত কার্যক্রমই প্রশাসনিক মান বজায় রেখে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিচারাধীন কোনো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের অসত্য ও অপ্রত্যাশিত মন্তব্য করার কোনো সুযোগ নেই কোনো গণমাধ্যমের। সে জন্য স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে খবর প্রকাশে গণমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন