বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বরিশালের সমাবেশে জনতার ঢল নেমেছে। এ ঢল বেগম খালেদা জিয়ার মুক্তির ঢল। এদের সকলের দাবী একটাই স্বাধীনতার অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার মুক্তি।
বৃহস্পতিবার বিকালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় বেগম সেলিমা রহমান এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, দেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। এক ধর্ষণের নগরীতে পরিনত হয়েছে। বিচার বিহীন হত্যাকান্ড, গুম, খুন, শিশু-কিশোরদের হাতে অস্ত্র তুলে দিয়ে এ সরকারের লোকজন তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। কিন্তু বর্তমান সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আমরা হারতে জানি না। সংগ্রাম করতে জানি। গণ বিষ্ফোরণের মধ্য দিয়ে অবৈধ সরকার পালাবার পথ খুঁজে পাবে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com