ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি নেতারা।
রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিএনপি এই ইফতার পার্টির আয়োজন করে।
ইফতারের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করা না গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।
প্রতি বছর চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি দিলেও এবার তিনি কারাগারে থাকায় দলের সিনিয়র নেতারা এর আয়োজন করেন।
এ সময় কূটনীতিকদের স্বাগত জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আজকে খালেদা জিয়ার অনুপস্থিতি আপনারা উপলব্ধি করছেন। তাকে একটি মিথ্যা, বানোয়াট মামলায় বিনা দোষে পরিত্যক্ত জেলখানার চার দেয়ালের মধ্যে রেখে সুবিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। আইনের শাসন নেই বলে তিনি আইনের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।
দেশের অবস্থা তুলে ধরে ফখরুল বলেন, বৈশ্বিক যুগ হওয়ায় দেশের এই বর্তমান অবস্থা বিদেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। বিএনপির এই সংগ্রাম নিজেদেরই সামনের দিকে এগিয়ে নিতে হবে।
ইফতারে ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত ঝাং জুও, সৌদি আরবের উপরাষ্ট্রদূত আমির বিন ওমর বিন সালেম, কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রিফনটেইন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবালেত, প্যালেস্টাইনের চার্জ অ্যাফেয়ার্স ইউসেফ রামাডান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, পাকিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, ভিয়েতনাম, ফ্রান্স, মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান, ইরান, মরক্কো, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগী সংস্থার কূটনীতিকরা ইফতারে অংশ নেন।
ইফতারে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, গোলাম আকবর খন্দকার, ইসমাইল জবিউল্লাহসহ আরও অনেকে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন, মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও সচিব হেমায়েত উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন প্রমূখ ইফতারে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।