বরিশালে গণজমায়েত ঠেকাতে বিএমপি কমিশনারের প্রজ্ঞাপন জারি

লেখক:
প্রকাশ: ৪ years ago

মহানগরী এলাকায় গণজমায়েত বা ব্যক্তিসমাবেশের মাধ্যমে মহামারী করোনা ভাইরাস COVID-19 নগরীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিএমপি।

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনে ৩০,৩১ ও ৩৪ ধারার ক্ষমতাবলে , মহানগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাবেক মেয়র শওকত হোসেন হিরনের বাসার আশেপাশ এলাকায় ও মুসলিম গোরস্থানের আশেপাশ এলাকায় ৫০০ (পাঁচশত গজ পরিধির মধ্যে যে কোন ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, ০৫ (পাঁচ) বা ততোধিক ব্যাক্তির সমাবেশ সম্পূর্নভাবে নিষিদ্ধ করেছে বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) ।

উক্ত জারিকৃত আদেশ ২১ এপ্রিল হতে পরবতী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।