বরিশাল : বরিশালের নবাগত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেছেন, জনগনের স্বার্থে পুলিশ ও সাংবাদিক পরস্পরের প্রয়োজনে কাজ করতে হবে। একে অপরকে সাহায্য না করলে নগরের সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (১৩ আগষ্ট) নগরের আমতলা মোড়স্থ মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে বেলা ১২ টায় অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
[caption id="attachment_39460" align="alignright" width="335"] বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন[/caption]
নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বরিশাল ছোট একটা নগরী। সড়কগুলো অনেকটা সংকীর্ণ। তাই ট্রাফিক ব্যবস্থা নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে । এই সমস্যা সমাধানে সকলের এগিয়ে আসতে হবে।
পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, নিজেদের মধ্যে সচেতনতা ও শৃংঙ্খলা বোধ তৈরি করতে হবে। চাপ প্রয়োগ করে আইন মানানো যাবে না, নিজ থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ,তাহলে আমাদের এগিয়ে যাওয়া আরো বেগবান হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান, উপ- পুলিশ কমিশনার ( সদর) মো. হাবিবুর রহমান, উপ- পুলিশ কমিশনার ( সিটিএসবি ) আবু সালেহ মোঃ রায়হান, উপ- পুলিশ কমিশনার ( উত্তর) মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ- পুলিশ কমিশনার ( দক্ষিন ) মোয়াজ্জেম হোসেন, উপ- পুলিশ কমিশনার ( ট্রাফিক ) খাইরুল আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com