অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার সম্মানে কর্পোরেশনের প্রথা অনুযায়ী আগামীকাল ৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিস পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশন বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করে।
প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় মারা যান। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com