খেলাঘর বরিশাল জেলার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

গতকাল শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বরিশালে সীমিত পরিসরে ও স্বাস্থ্য বিধি মেনে মথুরানাথ পাবলিক স্কুলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.আলী আসগর ,পটুয়াখালী খেলাঘর জেলা কমিটির সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান , খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সদস্য রিয়াজ হোসেন শাহেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরন সভা খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হেসেন আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারন মুলুক আলোচনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে,সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ রায় চৌধুরী, শুভংকর চক্রবর্তী,নিগার সুলতানা হনুফা,সম্পাদক মন্ডলীর সদস্য মঈনুল ইসলাম সবুজ,মুক্তবিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি কমল কৃষ্ণ মিত্র,ছায়াঘেরা খেলাঘর আসরের সভাপতি সমাসের আলী লিটু, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি আবুল কালাম আজাদ টিপু, জাগৃহী খেলাঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম, দক্ষিণায়ন খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জাফর, শুকতারা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আল-আমিন শাকিল,মুকুল মিলন খেলাঘর আসরের আহবায়ক কিশোর কুমার বালা,মুক্তবিহঙ্গ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাবু,রক্তঝুমুর খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রক্তঝুমুর খেলাঘর আসরের দপ্তর সম্পাদক হোসাইন সিকদার নোমনসহ প্রমুখ।