বরিশালে খেলাঘর আসারের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

জাতীয় শিশু সংগঠন খেলাঘর আসারের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে বুধবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া বালিকা বিদ্যালয় মিলনায়াতনে আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কমিটি সহ-সভাপতি নজমুল হোসেন আকাশ।

অন্যনার মধ্যে আলোচনা সভায় বক্তৃতা রাখেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিন্টু কর, খেলাঘর বরিশাল জেলা কমিটির সদস্য শুভ চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, সম্পাদক মন্ডলীর সদস্য শমসের আলী লিটু, জাকির হোসেন মিলন। জেলা কমিটির সদস্য নাহিদা সুলতানা পলি,মো ফারুক হোসেন, মুক্তকুঞ্জ আসরের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, চারন আসরের সাধারন সম্পাদক কামরুন নাহার কলি, শুকতারা আসরের সহ-সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, রক্তঝুমুর আসরের সহ-সাংগঠনিক সম্পাদক মো আল-আমিন, ছায়াঘেরা আসরের সহ-সাধারন সম্পাদক মো শাবু। চারনের সদস্য শেখ মাসুদ রানাসহ বিভিন্ন আসরে কর্মী ও ভাইবোনেরা। আলোচনা অনুষ্ঠান শেষে ভাই বোনেরা কেক কাটে ও মিষ্টি মুখ করানো হয়।