খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

লেখক:
প্রকাশ: ৭ years ago

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে-অপরের চাচাতো বোন।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল মোল্লাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইায়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।

স্বজনরা জানান, সকালে সুমাইয়া ও মিষ্টি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। একই সাথে আপন দুই চাচাতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।