খুলনা সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করতে শনিবার খুলনা এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রোববার নির্বাচন নিয়ে দুটি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, আজ বেলা ১১টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় বক্তব্য দেবেন সিইসি। এ ছাড়া দুপুর আড়াইটায় সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের প্রধান নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল হুদা।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে কেএমপি কমিশনার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সদর দপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার জন্য পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান কেএমপি কমিশনার। এ ছাড়াও নির্বাচনের সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা কোথাও ভয়ভীতি দেখালে তা দ্রুত পুলিশকে জানাতেও বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম ফজলুর রহমান, মোহাম্মদ এহসান শাহ (দক্ষিণ), মোল্লা জাহাঙ্গীর হোসেন (উত্তর), মো. সাইফুল হক (ট্রাফিক) ও বি এম নুরুজ্জামান (ডিবি), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম।