খুলনায় নিয়োগ পরিক্ষা নাকি করোনাকে স্বাগতম !

লেখক:
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদকঃ- সারা বিশ্ব যখন করোনা থেকে বাঁচার জন্য সকল প্রচেষ্টা অব্যহত রেখেছে ঠিক তখনি খুলনা জেলা প্রশাসন নিয়োগ পরিক্ষার অন্তরালে করেনাকে স্বাগতম জানাচ্ছেন!  বাংলাদেশেও উদ্ভেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা মোকাবেলায় সরকার নানামুখি পদক্ষেপ নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার অংশ হিসাবে অধিক আক্রান্ত এলাকাকে রেড জোন, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো জোন, একেবারে কম বা করোনা নেই এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করার কাজ করছে সরকার। রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষনা এবং ঐ এলাকায় সাধারণ ছুটি দেওয়ার ঘোষনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  ইতিমধ্যে  খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিজ্ঞ সিভিল সার্জন জেলার ১৪টি পয়েন্টকে রেড জোন ঘোষনার জন্য জেলা প্রশাসক ও বিভাগীর স্বাস্থ্য পরিচালকের চিঠি দিয়েছেন। এরি মধ্যে আগামী ২০ জুন  ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য নিয়োগ পরিক্ষার তারিখ দার্য্য করেছেন জেলা প্রশাসন।  সুশীল সমাজ, সুধি মহল  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরিক্ষা নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
অনেকে মনে করেন জেলা প্রশাসন নিজেই  খুলনাতে করোনাকে স্বাগতম জানাচ্ছেন।  শিক্ষামন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গত ১৫ জুন আগামী ০৬ আগষ্ট পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষেয়টি গণমাধ্যমেকে অবহিত করেন। যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নিষেধ সেখানে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে শতশত নিয়োগ পরিক্ষার্থীকে একসাথে জড়ো করা কতটুকু যুক্তিক ! কোন নিয়োগ পরিক্ষার্থী করোনা আক্রান্ত থাকলে তাকে পরিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করাই কতো টুকো যুক্তিক হবে? জেলা প্রশাসন যেখানে করোনা মোকাবেলায় কাজ করবে সেখানে তারাই জনসমাগম ঘঠাচ্ছে। সরকারের লোক হয়ে এরকম দ্বায়িত্ব জ্ঞানহীন কাজ জেলা প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে। পার্শবতী বাঘেরহাট, নড়াইল, কুষ্ঠিয়া, যশোর জেলায় এখনো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরিক্ষা হয়নি সেখানে খুলনায় করোনা পরিস্থিতিতে নিয়োগ পরিক্ষা নিয়ে করোনা ছড়ালে এর দ্বায় কে নিবেন ?