প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০১৯, ১০:৩৮ অপরাহ্ণ
খুলনায় দাকোপের বাজুয়ায় ইস্টার সানডে উপলক্ষে ঘোড় দৌর অনুষ্ঠিত
পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বাজুয়ায় খৃষ্টান সম্প্রদয়ের ইষ্টার সানডে উপলক্ষে ঘোড় দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত ঘোড় দৌর প্রতিযোগীতায় দুর দরন্ত থেকে ঘোড়ার মালিকেরা ১৫ টি ঘোড়া নিয়ে উপস্থিত হয়। পাষ্টার জেমস বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্ব প্রথম খৃষ্টান সম্প্রদায়ের সংসদ সদস্য এ্যডঃ গ্লোরিয়া ঝর্না সরকার, সংসদ সদস্য-৩০৩, মহিলা আসন -৩০ ও সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি ছিলেন মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ, খুলনা।
Denedetto aluisio, mariastella candileno, sister mariangela kolombo,
দাকোপ থানা এ এস আই মোঃ হাফিজুর রহমান, কনেষ্টেবল মোঃ তারেক,
বাজুয়া ইউ পি সদস্য উৎপল দাস, উত্তম রায়, তন্দ্রা রায়, জাহাঙ্গীর গাজী, সকল গ্রাম পুলিশ বৃন্দ সহ আরো অনেকে।
উক্ত প্রতিযোগীতায়
প্রথম স্থান অধিকার করে - বাপ্পির, ফাটা কেষ্ট। দ্বিতীয়- রকেট ও তৃতীয়- পাখি। প্রথম স্থান অধিকারীকে ৮০০০, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০০০, তৃতীয় স্থান অধিকারীকে ৪০০০, টাকা প্রইজ মানি এবং সকলকে ৫০০ টাকা করে সান্তনা পুরুষ্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পুন্ন হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com