‘খুব বিশেষ’ বিশ্বকাপ হবে, আত্মবিশ্বাসী নেইমার

লেখক:
প্রকাশ: ২ years ago

কাতারের পরে আর বিশ্বকাপ খেলবেন কি না নিশ্চিত নয় নেইমার। আগের দুটি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিলের সুপারস্টার। তবে এবার দেশে ষষ্ঠ বিশ্বকাপ ফেরানোর সম্ভাবনা দেখতে শুরু করেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। অবশ্য এবারের আসরে ব্রাজিলের সঙ্গে আরও চার দলকে ফেভারিট মনে করছেন তিনি।

দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন। তৃতীয় বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগে পিএসজি ফরোয়ার্ড বললেন, ‘যেগুলোতে আমি খেলেছি, সেগুলো আমার জন্য বিশেষ। এগুলোর মধ্যে একটি হলো ব্রাজিল আয়োজক হওয়ার কারণে এবং আরেকটি হলো ওটা ছিল আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমি বিশ্বাস করি এবারেরটা হতে যাচ্ছে খুবই বিশেষ।’

 

নেইমারের ফেভারিট কারা, তিনি বললেন, ‘বিশ্বকাপ চমকে ভরা। এমন কিছু দল অপ্রত্যাশিতভাবে প্রতিযোগিতার এত দূরে যাবে, যাদের ওপর অনেকর বিশ্বাসই নেই। কিন্তু আমি বিশ্বাস করি ফেভারিট হলো আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। আমি মনে করি ব্রাজিলের পাশাপাশি এই চার দলের ফাইনালে যাওয়ার পুরো সামর্থ্য আছে।’

২০২০ সালের ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ব্রিটিশ সংবাদপত্রকে নেইমার বলেন, ‘আমি সত্যিই ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু অবশ্যই তাদের ভালো সুযোগ আছে।’