খুঁজে বেড়ানোর গল্প

:
: ৬ years ago

ফাল্গুনের শেষ প্রহর। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। রাজধানীর উত্তরার একটি হাউসে চলছে লাইট ক্যামেরার অ্যাকশন। ভেতরে যেতেই দেখা গেলো ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অপূর্ব ও সাফা কবিরকে। কড়া রোদ উপেক্ষা করে ছাদে দুজন আলাপচারিতায় ব্যস্ত। চলছে নাটকের শুটিং। নাটকের নাম ‘তনিমা’।

দু বছর আগের একটি কাহিনীকে কেন্দ্র করে একটা মানুষ কিছু মানুষকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কাদেরকে খুঁজছে,কেনো খুঁজছে সেই কারণ তার নিজেরও জানা নেই। কিন্তু সেই মানুষগুলোকে তার যেকোন উপায়েই হোক খুঁজে বের করতে হবে। আর ওদেরকে খুঁজতে গিয়ে বারবার ই ঝামেলার শিকার হচ্ছে মানুষটি। কিন্তু কাদেরকে খুঁজছে,কেনো খুঁজছে? এমনই একটি গল্পে নাটকটি নির্মাণ করছেন তরুণ মেধাবী নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

নির্মাতা বলেন, নাটকটি পহেলা বৈশাখের জন্য নির্মাণ করছি। এ নাটকটি নিয়ে এখন কিছুই বলতে চাইনা। পূর্বের একটি কাহিনীকে কেন্দ্র করে একটা মানুষ খুঁজে বেড়াচ্ছে কিছু মানুষকে। কাদেরকে খুঁজছে,কেনো খুঁজছে এটাই এখন প্রশ্ন!

নির্মতা সূত্রে জানা গেছে, আসছে পহেলা বৈশাখে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।