বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তাদের বাদ দিয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার ভাবনা মূর্খতা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
নজরুল দাবি করেন, 'আগামী নির্বাচন থেকে অন্যায়ভাবে বিএনপিকে বাইরে রাখার জন্য সরকার ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া বা তারেক রহমানকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার চেষ্টা করা হলে বিএনপির কেউ নির্বাচনে অংশ নেবে—এটা মূর্খ ছাড়া কেউ ভাববে না। এ দেশের প্রেক্ষাপটে বিএনপি এবং আওয়ামী লীগ অংশ না নিলে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না।
তবে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করার চক্রান্ত বা অপচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কারণ বা প্রমাণ ছাড়াই বিএনপিপ্রধানকে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। তারেক রহমান এবং আরও কয়েকজন নিরীহ মানুষকে অভিযুক্ত করার চেষ্টা চলছে। সে রকম কোনো কিছু হলে অংশগ্রহণমূলক নির্বাচনের যে আকাঙ্ক্ষা, যে প্রয়োজন সেটা বিঘ্নিত হবে। বিএনপি আশা করে, সবাই নির্বাচনে অংশ নিতে পারবে।'
সিইসি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, 'এ ব্যাপারে নির্বাচন কমিশনের করার কিছু নেই। সম্ভবত দোয়া করা ছাড়া কিছু করার নেই। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা সৃষ্টি করার মতো কিছু যেন না হয়, সে প্রত্যাশা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।'
সিইসি কোনো আশা দিয়েছেন কি-না—জানতে চাইলে নজরুল বলেন, 'ইসির সেই সক্ষমতা আছে কি-না- সেটা জানি না। সময়ই বলে দেবে।'
ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে ইসির আইনি পদক্ষেপের বিষয়ে বিএনপি জানতে চেয়েছে কি-না—এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, 'ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচন স্থগিত হওয়ার মতো না-কি কিছু ছিল না। সাধারণ মানুষ সন্দেহ করে, সরকার এই নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে নানা কৌশলে এ নির্বাচন স্থগিত করেছে। এই প্রক্রিয়াকে মুক্ত করার ব্যাপারে ইসি যা কিছু করার দরকার করবে।'
নজরুল ইসলাম খান জানান, মূলত বিএনপির সাংগঠনিক বিষয়ে কিছু নথি জমা দিতে তারা ইসিতে এসেছিলেন। বিএনপির কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর কপি নির্বাচন কমিশনকে দিতে এসেছিলেন তারা।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com