‘খালেদা জিয়ার ছয় দফা দাবি সংবিধান বিরোধী’-তথ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একবার মুক্তিযোদ্ধার সরকার, একবার রাজাকার সরকার- এ মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করতে হবে। নির্বাচন এলেই বিএনপি দেশে তান্ডব শুরু করে। আদালতের রায় একজন সাধারণ নাগরিক যেভাবে মেনে নেয়, একজন রাজনীতিক নেতাকে সেভাবেই মেনে নিতে হবে। রায়ের বিরুদ্ধে দেশে কোনো অরাজকতা মেনে নেওয়া যাবে না। খালেদা জিয়ার ছয় দফা দাবি সংবিধান বিরোধী। নিজের অপকর্ম ঢাকার জন্য নির্বাচনের আগে খালেদার নির্দেশে বিএনপির তান্ডব দেশের মানুষ আর কখনো মেনে নিবে না। গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন করার জন্য খালেদাকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আজ বিকেলে বগুড়ার কাহালুর শেখাহার হাইস্কুল মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কাহালু উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী খাঁন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুনের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি শফিউলাহ মোল্লা, আফরুজা হক রিমা, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় জাসদের সদস্য অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট শফিক খান, এ্যাড. এমদাদুল হক এমদাদ, বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল প্রমুখ। মন্ত্রী কাহালুর বেতার স্টেশন সচল করা সহ কাহালু-নন্দীগ্রাম উপজেলার উন্নয়নের অঙ্গীকার করেন। এর আগে মন্ত্রী বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।