কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানির দুই মামলায় জামিনের আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন নির্ধারণ করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
এর আগে রোববার কুমিল্লার দু'টি ও নড়াইলের একটি মোট তিনটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল সংশ্নিষ্ঠ আদালতে এই মামলা দুটি ৬৫ ও ৬৬ নম্বর কার্যতালিকায় আসে। এ দুই আবেদন শুনানির জন্য ডাকা হলে অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান। এরপর আদালত দুই আবেদনের শুনানির জন্য মঙ্গলবার আড়াইটায় সময় নির্ধারণ করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের দায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ আদালত। ওইদিন থেকে তিনি পুরানো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে আছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com