খাবার নিয়ে আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে দেখতে যান।

 

এ সময় প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমান উল্লাহ আমানের হাতে তুলে দেন তিনি।

গাজী হাফিজুর রহমান এ সময় আমানউল্লাহ আমানকে বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।

 

আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ‌্য, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমান উল্লাহর নেতৃত্বে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশের পক্ষ থেকে তাকে সড়ক ছাড়তে বলা হয়। পরে এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।