ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা ‘স্থগিত’ করল উত্তর কোরিয়া

লেখক:
প্রকাশ: ৭ years ago

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত এবং একটি পারমানবিক পরীক্ষাকেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক আলোচনার জন্য উত্তর কোরিয়া যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়েই কিম জং উনের কাছ থেকে এমন ঘোষণা এলো।

কিম জং উনের বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ‘২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা ও আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবে।’

পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা ‘প্রমাণিত’ হওয়ায় এ ধরনের পরীক্ষার আর প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন দেশটির নেতা কিম।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা ‘প্রমাণিত’ হওয়ায় এ ধরনের পরীক্ষার আর প্রয়োজন নেই— গেটি ইমেজেস

এক দশকেরও বেশি সময় পরে প্রথমবারের মতো আন্তঃকোরীয় সম্মেলনে আগামী সপ্তাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক করবেন কিম জং উন। এছাড়া আগামী জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার বৈঠকে বসার কথা।

এ দুটি দেশই পারমাণবিক কার্যক্রমে উত্তর কোরিয়ার ওপর ক্রমাগত চাপ দিয়ে আসছিল এবং এ ধরনের কার্যক্রম বন্ধে কিম জং উনের ঘোষণাকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন।

কিম জং উনের ঘোষণার পর এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা উত্তর কোরিয়া ও বিশ্বের জন্য খুবই ভালো খবর— ব্যাপক অগ্রগতি!’