লকডাউনের কারণে সারা দেশের ন্যায় দক্ষিনের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে হতাশায় মৌসুমী ফল ব্যবসায়ীরা। জীবিকা টানে স্বাস্থ্যঝুঁকির নিয়ে বাইরে বের হলেও বিক্রি না হওয়ায় বাড়ি ফিরছেন চরম ক্ষোভ ও হতাশা নিয়ে।
জানা গেছে, মহামারী করোণার প্রভাবে লকডাউনে সবকিছু বন্ধ থাকার পরেও বসে না থেকে পেটের তাগিদে ছুঁটছেন হাঁট-বাজারে। দেড় লাখ জনসংখ্যা অধ্যূষিত এ উপজেলার ১টি পৌরসভা সহ ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৌসুমী ফল ব্যবসায়ীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকার নির্ধারিত সীমিত পরিসরে মৌসুমী ফলের পসরা বসিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনছেন। গত বুধবার থেকে আজ বুধবার ৮ দিন ধরে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওযার্ডের মৌসুমী ফল ব্যবসায়ী মো. হ্দয় ও ৭ নম্বর ওয়ার্ডের কলা ব্যবসায়ী সজল দাস সহ অনেকই বেকার হয়ে বসে আছেন।
এসময় সজল দাস জানায়, আমরা পাইকারি বাজার থেকে রুটিরুজির টানে পরিবার পরিজন নিয়ে কিছু মৌসুমী ফল ফুট, তরমুজ, শষা, কলা বিক্রি করতে চাইলে আমরা বিক্রি করতে পারছি না। ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে রয়েছি।’ এসব খেটে খাওয়া মানুষের আয় না থাকায় তাদের মাঝে ভেতরে ভেতরে বিরাজ করছে চাপা কান্না। তাদের এই চরম সংকটকালে সংশ্লিস্টদের পাশে থাকার আকূতি জানিয়েছেন তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com