ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে আইন প্রণয়নের প্রস্তাব বিডার

লেখক:
প্রকাশ: ৩ years ago

দেশের সমগ্রিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নের বিকল্প নেই। মূলত তারাই অর্থনীতির প্রাণ। তাই তাদের সহজে ঋণ প্রাপ্তির ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনে এ সম্পর্কিত আইনও প্রণয়ন করা যেতে পারে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ব্যবসা সহজীকরণ সূচকবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমরা ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকের বিভিন্ন রিফর্ম নিয়ে কাজ করছি। ইতোমধ্যে অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন তথা দ্রুত ও সহজ সেবার ব্যবস্থা করতে পেরেছি।’