ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (পির সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী অবৈধ সরকারের পতন অনিবার্য হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে এ কথা বলেন তিনি। ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন করার আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেজাউল করীম বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের অধিকার নেই। ভোটের অধিকার অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে। এখন বাক-স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এমনকি রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়ে ঘরোয়া কর্মসূচিতেও বাধা দিচ্ছে। সরকারের জনসমর্থন এখন তলানিতে। সরকার চরমভাবে হতাশাগ্রস্ত।
তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকারদলীয় নেতাদের কথা শুনলে মনে হয়, তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী- নমরুদ, ফেরাউনের মতো ক্ষমতাধররাও টিকেনি। আপনাদেরও পতন অনিবার্য। মানুষ আজ ঐক্যবদ্ধ, ভালো চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।