ক্রিকেট ম্যাচ চলাকালে কেঁপে উঠল দিল্লি

লেখক:
প্রকাশ: ৮ মাস আগে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ চলাকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। খেলাটি হচ্ছে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। তবে ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কোনও প্রভাব পড়েনি।

 

ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ১৬ মিনিটের দিকে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর। ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেছে। তবে, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০​কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।