তিন বছর পর আবার বাংলাদেশে হকির প্রধান কোচের দায়িত্বে ফিরলেন মালয়েশিয়ান গোবিনাথান কৃষ্ণমুর্তি। আগামী এশিয়ান গেমস ও যুব অলিম্পিক সামনে সামনে রেখে ৪০ বছর বয়সী এ কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর আগে ২০১৫ সালে তিনি দেড় মাসের জন্য কোচের দায়িত্ব পালন করেছিলেন লাল-সবুজদের।
মঙ্গলবার দায়িত্ব নিয়েই শিষ্যদের জন্য প্রস্তুতি ম্যাচ চেয়েছেন মালয়েশিয়ান কোচ। ২৫ এপ্রিল ব্যাংককে শুরু হবে অনূর্ধ্ব-১৭ যুব অলিম্পিক বাছাই। ফাইভ-এ সাইড পদ্ধতির টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হবে বুধবার বিকেএসপিতে। শুরুতে তিনি খেলোয়াড় পাচ্ছেন ৯ জন। তবে নিজে বাছাই করতে কোচ আরও খেলোয়াড় চেয়েছেন।
মঙ্গলবার চুক্তির পর সংবাদ সম্মেলনে গোবিনাথান বলেন, ‘এর আগে বাংলাদেশের কোচ ছিলাম। দায়িত্বে না থাকলেও বাংলাদেশের দিকে আমার চোখ ছিল। এখানে অনেক প্রতিভা আছে। ঘাটতি শুধু প্রস্তুতি ম্যাচে। বেশি বেশি ম্যাচ খেললে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবে বাংলাদেশ।’
হকির বিদেশি কোচের বেতনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ধনাঢ্য এ ক্রীড়া ফেডারেশনটি হকির উন্নয়নে গত বছর ১ কোটি টাকা দিয়েছে। সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘হকির উন্নয়নে এ সহযোগিতা করা হচ্ছে।’
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘বিদেশি কোচ নিয়োগ দেয়া হয়েছে হকির উন্নয়নে। যতটা সম্ভব কাজে লাগাবো।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com