ক্যাম্পাসে এসে অক্সিজেন পাইলাম

লেখক:
প্রকাশ: ৪ years ago

জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিয়ানদের কাছে আবেগের নাম। গত হয়েছে ১৫ টি বছর বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্তির। অনেক শিক্ষার্থী তাদের পড়াশুনা শেষ করে চাকরিতে নিজেদেরকে মেলে ধরছে। সব ক্ষেত্রেই জগন্নাথের শিক্ষার্থীদের ভুমিকা চোখে পড়ার মত।

অনেকের মনে দুঃখ থাকে এই ক্যাম্পাসের জায়গা কম। কিন্তু কত কত জীবনের নতুন মোড় শুরু হয়েছে, কত আবেগ বেদনার গল্প জড়িয়ে আছে, কত আনন্দের মুহুর্ত রয়ে গেছে, কত না হাসি কান্না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কত খুনসুটির সাক্ষী হয়ে আছে এই ছোট্ট ক্যাম্পাস। ভালবাসার একটি জায়গায় প্রতিটি জবিয়ানের কাছে।

ক্যাম্পাস লাইফে অনেক সময় বোরিং লাগে এই জায়গাটা আবার এই জায়গায়টাই ক্যাম্পাস লাইফ শেষে সবার কাছে একটা আবেগের নাম। অনেকে চাকরির জন্য বা কাজের জন্য জবি থেকে দুরে চলে যায় কিন্তু এই ছোট্ট ক্যাম্পাসের মায়া তাদের ছাড়ে না। হয়ত বা পরিবার নিয়ে না হলে পুরাতন বন্ধুদের নিয়া আবার ছুটে আসে প্রিয় ক্যাম্পাসটিতে। কোনো এক অজানা মোহ তাদেরকে নিয়ে আসে।

ক্যাম্পাসে এসে তারা যেখানেই তাকায় নিজেদেরকে খুজে পায়। কিছু বছর আগেও ক্যামেরা সহজলভ্য ছিল না। কিন্তু স্মৃতির ক্যামেরায় সব রেকর্ড হয়ে থাকত। প্রাক্তনদের চোখে সেই রেকর্ডই চালু হয়ে যায়। অনেক সময় ক্যাম্পাসে অনেকে এসে দীর্ঘক্ষন এক দৃষ্টে তাকিয়ে থেকে আপন মনেই হেসে উঠে। একেই বলে স্মৃতিচারণ।

ক্যাম্পাস এসে অনেকেই বলে উঠে- “ক্যাম্পাসে এসে অক্সিজেন পাইলাম। এখানে কতবার বসে আড্ডা দিসি। পরীক্ষা শেষে এটাই আমাদের ঠিকানা ছিল।”

অনেক প্রাক্তনরা এসে ছোটদের দেখে তাদের ছাত্রবেলার কথা স্মরণ করে। এর মধ্য দিয়ে তারা তাদের ব্যস্ত জীবনের মধ্যেও এক প্রশান্তি খুজে নেয়। প্রাক্তনদের কাছে এই ছোট্ট ক্যাম্পাস অক্সিজেনের চেয়ে কম কিছু নয়।