কোরবানির বর্জ্য অপসারণে হটলাইন

:
: ৬ years ago

২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে আগেই ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সেই সঙ্গে কোথাও কোনো বর্জ্য পড়ে থাকলে নির্ধারিত হট লাইনে কল দিতে (০৯৬১১০০০৯৯৯) নগরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার ধোলাইখালের কাউয়ারটেক পশুর হাটে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনকালে তিনি এ অনুরোধ জানান।

গত বছর আমরা প্রায় ২০ হাজার টন বর্জ্য অপসারণ করেছি। এবারও সমপরিমাণ বর্জ্য অপসারণ করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে মেয়র বলেন, আমরা ৬০২টি কোরবানির জন্য নির্ধারিত স্থান করে দিয়েছি, পর্যাপ্ত ব্যবস্থাপনাও ছিল। কিন্তু এ পর্যন্ত আমরা সেইভাবে নগরবাসীর সাহায্য পাইনি। আমাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট রয়েছে। যেসব স্থানে ড্রেন বা নর্দমায় বর্জ্য ফেলা হয়েছে সেগুলোও পরিষ্কার করা হবে।

সাঈদ খোকন বলেন, কোরবানির পর পশুর রক্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। আমরা ইতোমধ্যে ব্লিচিং পাউডার আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। সেই ব্লিচিং পাউডার দিয়ে পশু জবাই দেয়ার স্থান ভালো করে ধুয়ে ফেলুন। এছাড়া নগরবাসীকে ব্যাগও দেয়া হয়েছে। কোরবানি পশুর বর্জ্য সেই ব্যাগে ভর্তি করে ময়লার কন্টেইনারে ফেলবেন। আপনাদের সচেতনতা ও সার্বিক সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী ঢাকাবাসীকে উপহার দিতে চাই।

বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মো. সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।