কোরআন তেলওয়াতে আরাফাতের স্বর্ণপদক জয়

:
: ৮ মাস আগে

সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছে ফেনীর ছেলে মো. আরাফাত। সে ফেনী জামেয়া হোছাইনিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এর আগে বাছাইপর্বে অংশ নিয়ে জেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে আরাফাত।

 

এমন অর্জনে নিজের অনূভুতি ব্যক্ত করে আরাফাত বলেন, ‘আমি বড় হয়ে একজন হাফেজ ও আলেম হতে চাই। আমি মা-বাবার প্রথম সন্তান। এমন অর্জনের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া প্রকাশ করি।’ এ সময় আরাফাত মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আরাফাতের এমন অর্জনে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা। আনন্দিত তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা।

আরাফাতের বাবা আবুল বাশার বলেন, ‘আরাফাত গত বছরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ থেকে ৬ টি পুরস্কার পেয়েছে৷ এ বছরও স্বর্ণপদকসহ অনেকগুলো পুরস্কার জিতেছে। বাবা হিসেবে আমি গর্বিত।’

 

মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা করিমুল হক বলেন, ‘হাফেজ আরাফাত নিজের যোগ্যতা ও মেধা দিয়ে জাতীয় পর্যায়ে মাদ্রাসা ও ফেনীর জন্য সুনাম বয়ে এনেছে। আমরা দোয়া করি সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এর ধারাবাহিকতা বজায় রাখবে।’