দেখতে দেখতে বিশ্বকাপের শেষ ষোলোও শেষ হয়ে গেল। যোগ্যতার প্রমাণ দিয়ে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মরোক্কো ও পর্তুগাল। তাদের নিয়ে ৯ ডিসেম্বর থেকে শুরু হবে সেমিফাইনালে যাওয়ার লড়াই।
২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপে এই প্রথম দুইদিনের বিরতি পড়লো। আগামী ৯ ডিসেম্বর রাত ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। একইদিন দিবাগত রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।
পরদিন অর্থাৎ ১০ ডিসেম্বর রাত ৯টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরোক্কো ও পর্তুগাল। আর একইদিন দিবাগত রাত ১টায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে শক্তিশালী ফ্রান্স ও ইংল্যান্ড।
এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি—
তারিখ | মুখোমুখি | সময় | ভেন্যু |
০৯ ডিসেম্বর | ব্রাজিল-ক্রোয়েশিয়া | রাত ৯টা | দোহা |
০৯ ডিসেম্বর | আর্জেন্টিনা-নেদারল্যান্ডস | দিবাগত রাত ১টা | লুসাইল |
১০ ডিসেম্বর | পর্তুগাল-মরোক্কো | রাত ৯টা | দোহা |
১০ ডিসেম্বর | ইংল্যান্ড-ফ্রান্স | দিবাগত রাত ১টা | আল খোর |