নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল বিবাদমান দুই পক্ষ।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি কর্মসূচি পণ্ড করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কাউকেই কোনো সভা সমাবেশ করতে দেয়া হয়নি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ।
তিনি বলেন, কাদের মির্জার সহযোগীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নুরুজ্জামান স্বপন আহত হওয়ার প্রতিবাদে ওই কর্মসূচি ডাকা হয়েছিল। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রশাসনের অনুরোধে সেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি স্থগিত করতে হয়। আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরীর সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করেন আরিফ।
অন্যদিকে প্রশাসনের বাধার মুখে প্রতিবাদ সভা ডেকেও তা করতে পারেননি বলে জানিয়েছেন কাদের মির্জার অনুগত ইউনিয়ন আওয়ামী লীগের কথিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাদল।
তিনি বলেন, কাদের মির্জার সমর্থক শ্রমিক লীগ নেতা মিজানের ওপর হামলার প্রতিবাদে নতুন বাজারে মঙ্গলবার সকালে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোম্পানীগঞ্জে। সোমবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাগরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com