লাহোরের মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার ব্যাপারে অনড় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার আগে কোনো অবস্থাতেই পিছু হটার সুযোগ নেই।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার সন্ত্রাসবাদের তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেতে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে গিয়ে এ কথা বলেন। শনিবার রাতে মিনার-ই-পাকিস্তানে সমাবেশের আগেই সরকারের ধরপাকড় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরির প্রেক্ষাপটে এমন দৃঢ়তা প্রকাশ করেন তিনি।
ডন জানিয়েছে, আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, পিটিআইয়ের নেতাকর্মীদের প্রতি করা নৃশংসতার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে দেশের জনগণ। তারা আজ মিনার-ই-পাকিস্তানে আসবে। পিটিআইয়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিনার-ই-পাকিস্তান সমাবেশ থেকে কোনো পরিস্থিতিতেই পিছু না হটার আহ্বান জানান তিনি।
ইমরান খান আরও বলেন, ‘তারা (সরকার) যে পদ্ধতি ব্যবহার করুক না কেন, আজ জনসাধারণের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া আসবে। সাবেক প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না।’
পিটিআই প্রধান জোর দিয়ে বলেন, ‘আমি আজ বলছি, তারা (সরকার) মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ দেখবে।’
পিটিআই চেয়ারম্যান দাবি করেন, ‘আমাদের ১৬০০ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা আজ আমাদের মিনার-ই-পাকিস্তান সমাবেশে পূর্ণ করতে চেয়েছিল।’
অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত এবং ফিলিস্তিনে সংঘটিত ঘটনার সঙ্গে পিটিআইয়ের প্রতি চলমান নৃশংসতার তুলনা করে ইমরান খান। পিটিআইকে নির্মূল করার জন্য সরকারের সমস্ত পদ্ধতি ব্যবহার করার এবং মানুষকে নির্যাতন ও তুলে নেওয়ার জন্য নিন্দা করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com