বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল প্রকার সরকারি-বেসরকারি নিয়োগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টা থেকে শাহবাগ ও ঢাবির টিএসসির রাজু ভাস্কার্যের সামনে কোটা বিরোধী এ আন্দোলন চলছে।
‘কোটা সংস্কার চাই’ নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে চাকরিপ্রার্থী হাজারো শিক্ষার্থীরা এই মানববন্ধন,মিছিলও সমাবেশের ডাক দেয়।
মানববন্ধনে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বলেন, তারা মূলত কোটা ব্যবস্থার বিরোধী নয়। তবে বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন কোটা দেয়া হচ্ছে, তাতে প্রকৃত মেধাবীরা অন্যায়ের শিকার হচ্ছেন বলে তারা মনে করেন। তাই তাদের দাবি, মেধার ভিত্তিতে অন্তত ৯০ শতাংশ নিয়োগ দেয়া হোক। বাকি ১০ শতাংশ নিয়োগ কোটা ব্যবস্থার মাধ্যমে দেয়া যেতে পারে।
তারা বলেন, এক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কার এবং একই ব্যক্তি যাতে বারবার কোটা ব্যবস্থার সুযোগ নিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com