কোটা কখনও চিরন্তন ব্যবস্থা হতে পারে না: ড. আকবর আলি খান

লেখক:
প্রকাশ: ৭ years ago

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে কোটা ব্যবস্থা আছে তা অত্যন্ত দুর্বল। অনগ্রসর, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় আনার লক্ষ্য অর্জনের ব্যবস্থা হচ্ছে কোটা। কোন কোটা রাখা প্রয়োজন, সময়ের সঙ্গে সঙ্গে তা বিশ্নেষণের মাধ্যমে সংস্কার করা প্রয়োজন। এটি কখনও চিরন্তন ব্যবস্থা হতে পারে না।

শনিবার রাজধানীর বিএফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যুক্তি আলোয় দেখি’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আকবর আলি খান বলেন, প্রতিবন্ধীদের জন্য যে ১ শতাংশ কোটা আছে তাও বাধ্যতামূলক নয়। দেশে ১০ ভাগ লোক প্রতিবন্ধী। এই বিবেচনায় তাদের জন্য সরকারি চাকরির কোটা এক ভাগ থেকে বাড়িয়ে ৬ ভাগ করা উচিত।

প্রতিবন্ধীদের কোথায় কোথায় কাজে দেওয়া যায়, সে বিষয়ে সরকারের তেমন কোনো বিশ্নেষণ ও গবেষণা নেই জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যেও অনেক সুপ্রতিভা রয়েছে। বিভিন্ন কারণে তারা মূলধারায় আসতে পারছে না। তাদের যদি শিক্ষা-দীক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম হয়ে উঠবে। তাই বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে তাদের মূলধারায় আনতে হবে এবং প্রতিবন্ধীদের জন্য যে কোটা আছে, তা বাধ্যতামূলক করতে হবে।

ছায়া সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক ঝুমুর বারি, জাহিদ রহমান, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং মু. শাহ আলম চৌধুরী।

‘টেকসই উন্নয়নে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।