মোরশেদ আলম,যশোর প্রতিনিধি:: যশোরের কেশবপুর পৌরসভা এলাকায় করোনা ভাইরাস মহামারীতে পৌর মেয়র রফিকুল ইসলামে নিজস্ব অর্থায়নে আড়াই শত নির্মাণ শ্রমিকদের মাঝে চাউল, ডাউল, আলু-সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় পৌরসভা চত্ত্বরে আড়াই শত নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অধ্যাপক মশিউর রহমান, সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগনেতা লিটন গাজী, পৌর জাতীয় শ্রমিকলীগ নেতা কামাল হোসেন, নাজমূল হুসাইন, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com