কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত একদিনেই ৬২ হাজার টাকা জরিমানা।

:
: ৪ years ago

মোরশেদ আলম কেশবপুর যশোর প্রতিনিধি। যশোর কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না আসার আদেশ অমান্যসহ বিভিন্ন ধরনের অপরাধের দায়ে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার সময় শহর প্রদক্ষিনে বের হয়ে মধু সড়কের সোমা বস্ত্রালয়ের মালিক মফিজুর রহমানকে দোকান খোলা রেখে বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকা ও ক্রেতা বোরহান উদ্দিনকে ১ হাজার টাকা, শহিদ দৌলত বিশ্বাস সড়কের জামান এন্টারপ্রাইজ এর মালিক মনিরুজ্জামান ও বারিক গাজীকে ট্রাক থেকে সিমেন্ট আনলোড করায় ২৫ হাজার টাকা ও ঐ প্রতিষ্ঠান থেকে রড ক্রেতা পরচাক্রা গ্রামের ইউপি সদস্য হাসেম আলীকে ৫ হাজার টাকা, পাঁজিয়া রোডের রড সিমেন্ট ব্যবসায়ী আনিছুর রহমানকে ১০ হাজার টাকা,  রাজু আহমেদকে ১ হাজার, আবু জাহিদকে ১ হাজার, আক্তারুজ্জামান ১ হাজার টাকা নির্বাহী মাজিস্ট্রেট এর ক্ষমতাবলে জরিমানা করেন। এছাড়া আটন্ডা, প্রতাপপুর, শ্রীরামপুর ও মজিদপুরসহ বিভিন্ন বাজারের বিভিন্ন ব্যক্তিকে সবমিলিয়ে একদিনেই মোট ৬২ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।