কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের করুণ মৃত্যু।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোরশেদ আলম, কেশবপুর যশোর প্রতিনিধি৷৷৷ কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে জুবায়ের হােসেন মিঠুন ( ১৮ ) নামে এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে ।  ২৪ মার্চ ( মঙ্গলবার ) দুপুরে নিজ বাড়ীতে মটরের তার জোড়া লাগাতে গিয়ে অসাবধনতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হলে কেশবপুর হাসপাতালে আনার সময় পতিমধ্যে তার মৃত্যু হয় ।

নিহত জুবায়ের উপজেলার দোরঘুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং কেশবপুর সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা গেছে । এঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

জাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago