‘কেরানির বউ’ সারিকা

লেখক:
প্রকাশ: ৭ years ago
সারিকা

খ্যাতিমান কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘কেরানির বউ’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে দেখা যাবে সারিকাকে। এছাড়াও অভিনয় করবেন কল্যাণ কোরাইয়া।

নাটকটি নির্মাণ করেছেন আশরাফ মিঠু। গল্প রূপান্তর করেছেন শুভাসিস সিনহা।

আশরাফ মিঠু জানান, এক ছাপোষা কেরানির সংসারের টানাপড়েন নিয়েই এই নাটকের গল্প। এটি চিরাচরিত বাঙালি সমাজের সাংসারিক জীবন। এই নাটকে আমাদের সমাজের বাস্তব প্রতিচিত্র তুলে ধরা হয়েছে।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ছোট গল্পটি সবার পছন্দের। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

নাটকটি বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হওয়ার কথা রয়েছে।