কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হলেন বরিশালের সন্তান আল নাহিয়ান খান জয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন শোভন-রাব্বানী। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর এমন তথ্য জানা যায়।

দলটির সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা দাবি করেন, বর্তমান সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় দুই নেতাকে শীর্ষ দুই দায়িত্ব দেয়া হয়েছে।

সেক্ষেত্রে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্রলীগের  ভারপ্রাপ্ত সভাপতি জয় পূর্বের কমিটিতে সফলতার সাথে সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এর আগে আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকলের কাছে তিনি এখন বরিশালের চাঁদমুখ হিসেবে পরিচিত।

বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ আল-নাহিয়ান খান জয় জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।