কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব আল হাসান

লেখক:
প্রকাশ: ৩ years ago

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন গত বছর অক্টোবরে। চলতি বছর জুনে এসে বিসিবির চুক্তিতে প্রবেশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাকিব আল হাসানের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মাঠের বাইরে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। তবে, মাঠের ক্রিকেটে তার অবস্থানের যে কোনো ব্যত্যয় ঘটেনি, সেটাই বোঝা যাচ্ছে। বিসিবি আগামী এক বছরের জন্য যে চুক্তিভূক্ত খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে, সেখানে অবধারিতভাবেই থাকছে সাকিব আল হাসানের নাম।

তবে কোন কোন ফরম্যাটের চুক্তিতে থাকছেন সাকিব, সেটা জানাননি বিসিবি সভাপতি। তিনি প্রথমে জানিয়েছেন, ‘জাতীয় চুক্তি (ক্রিকেটারদের) অনুমতি পেয়েছে। কিন্তু ক্রিকেট অপারেশন কিছু খেলোয়াড়ের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। কেন তাদের অন্তর্ভুক্ত করা হল কিংবা কেন তাদের বাদ দেয়া হল। এই বোর্ড অনুমতি দিয়ে দিয়েছে, এখন বাকি যুক্ত বা বিযুক্তের ব্যাখ্যা দেখবে ক্রিকেট অপারেশন্স।’

সাকিবের বিষয়ে পাপন বলেন, ‘সাকিবের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি (কোন কোন ফরম্যাটের চুক্তিতে রাখা হবে)। তাদের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ক্রিকেটে আগ্রহী। আমাদের ফরম্যাটও করা হয়েছে; কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টেস্টে খেলতে না চায়, তাহলে তো জানতে হবে। তাই তাদের সঙ্গে আগে কথা বলে দেখতে হবে যা এখনও আমরা পারিনি।’

বিসিবি সভাপতি জানান, নতুন চুক্তিতে ১৮-২০ জন আছেন। তিনি বলেন, ‘কাল-পরশুর মধ্যে ক্রিকেট অপারেশন্স জানিয়ে দিবে (তালিকা)। ১৮-২০ জন আছে, কিছু নতুনও আছে। কিন্তু কে চুক্তিতে ঢুকছে, কে বের হচ্ছে এর একটা ব্যাখ্যা দরকার। আজকের মিটিংয়ে সবই ছিল কিন্তু ব্যাখ্যা ছিল না। সবই ঠিক আছে, এটা আমরা ক্রিকেট অপারেশন্সের কাছে ছেড়ে দিয়েছি। তারাই জানাবে।’

জানা গেছে, বিসিবির চুক্তিতে নারী ক্রিকেটারদেরও নিয়ে আসা হচ্ছে। সংখ্যাটা হতে পারে ২২ জনের।