বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির ২০২২-২৪ দ্বিবার্ষিক মেয়াদকালের নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাস্টি ও বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু। মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
মঙ্গলবার (১৯ জুলাই) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার আমানুল্লাহ আমান। তবে এই কমিটির তালিকা সোমবার (১৮ জুলাই) প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ সংশ্লিষ্টরা জানান, এই নির্বাচনে সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা ও সারাদেশের ৬০টি জেলার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নিয়েছেন। সারাদেশে বইপড়া আন্দোলন ছড়িয়ে দিতে ২০০৮ সাল থেকে গ্রাম ভিত্তিক গণপাঠাগারের মাধ্যমে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতে ফিরিয়ে আনতে/বিরত রাখতে একযোগে কাজ করে চলেছে। বর্তমানে দেশে দুই হাজার ৫০০টি গণগ্রন্থাগারে প্রায় ২০ লাখ পাঠক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়মিত বইপাঠ সেবা নিচ্ছে এই পাঠাগারগুলোর মাধ্যমে। সারাদেশে তৃণমূল পর্যায়ে এই গ্রামীণ পাঠাগারগুলো দীর্ঘদিন যাবত পাঠক সেবা পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে সরকারি ভাতায় একজন লাইব্রেরিয়ান নিয়োগের ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com