#

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার সময় কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদা আক্তারের যে ডলার ও টাকা চুরি হয়েছিল তার ক্ষতিপূরণ দিয়েছেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।

মাহফুজা আক্তার কিরণ আগেই ঘোষণা দিয়েছিলেন, তিন মেয়ের চুরি হওয়া অর্থ যদি পাওয়া না যায় তাহলে তিনি তার ক্ষতিপূরণ দেবেন। মেয়েদের হারানো ডলার ও অর্থ না পাওয়া যাওয়ায় তাদের শনিবার ক্ষতিপূরণ দিয়েছেন কিরণ।

কৃষ্ণা রানী সরকারের লাগেজ ভেঙে চুরি হয়েছিল ৯০০ মার্কিন ডলার ও ৫০ হাজার টাকা। এর মধ্যে সানজিদার ডলার ও টাকাও ছিল। শামসুন্নাহারের লাগেজে ছিল ৪০০ মার্কিন ডলার।

মাহফুজা আক্তার কিরণ অবশ্য তিন মেয়েকে চুরি হওয়ার অর্থের বাইরেও টাকা দিয়েছেন। ‘ওদের যে পরিমাণ অর্থ চুরি হয়েছে সেটার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে আরও বেশি দেওয়া হয়েছে। কারণ, ওরা ছোট মানুষ। মন খারাপ হয়েছিল। তাই তিনজনকে দেড় লাখ টাকা অতিরিক্ত দিয়েছি।’

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন