#

রাজস্থানের কৃষক শাহদেব সাহারন। তাঁর পাঁচ মেয়েই এখন সরকারি কর্মকর্তা। সম্প্রতি ওই কৃষকের তিন মেয়েই একসঙ্গে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস-২০১৮ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর আগে তাঁদের দুই বোনও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় মাপের সরকারি কর্মকর্তারাও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কৃষকের ৩ মেয়ে একসঙ্গে রাজস্থানের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস-২০১৮ পরীক্ষায় পাস করেছেন। গত। ১৩ জুলাই ফলাফল প্রকাশিত হয়।

টুইটারে তিন বোনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা (আই এফ এস) অফিসার পারভিন কাসওয়ন। তিনি জানিয়েছেন, ৫ মেয়ের বাবা শাহদেব সাহারন। আর এই ৫ মেয়েই এখন সরকারি কর্মকর্তা। দুই মেয়ে আগেই এই পদে সাফল্য পেয়েছেন। এ বছর বাকি মেয়েরাও বাবার স্বপ্ন পূরণ করল।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন