কূটনৈতিক চেষ্টা চালিয়ে সরকার ব্যর্থ : ফখরুল

:
: ৭ years ago

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে এই সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘এই সরকার ব্যর্থ হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে। আজকে এই সমস্যায় ছুটে আসছেন ইন্দোনেশিয়া থেকে পররাষ্ট্রমন্ত্রী, ছুটে আসছেন তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী, ইউনাইটেড নেশনস (জাতিসংঘ) বাণী দিয়েছে যে, অবিলম্বে বন্ধ করুন। আমাদের সরকারের এখন পর্যন্ত কোনো দূত কোথাও যায়নি। আমাদের সরকার এখন জাতিসংঘেই প্রসঙ্গ উত্থাপন করেনি। আমরা আজকে এই সভার মধ্য দিয়ে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘে তোলা হোক।’

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

বিএনপি নেতা বলেন, ‘আজকে যখন মিয়ানমার থেকে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান রোহিঙ্গা, তাদের যখন মিয়ানমারের সেনাবাহিনী গুলি করে বিতাড়িত করছে, তখন এই সরকার তাদের আশ্রয় দিতেও বাধা দিচ্ছে। হিন্দু মুসলিম বুঝি না, মানুষ মরছে তাদের রক্ষা করতে হবে।’

ফখরুল বলেন, ‘এই সরকার আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে মিয়ানমারকে নির্যাতন বন্ধ করতে বাধ্য করতে পারে। কিন্তু সরকার সেই কাজগুলো করেনি। আমাদের সরকার এখন পর্যন্ত জাতিসংঘে কোনো প্রস্তাব পাঠায়নি। আমরা আজকে জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে জাতিসংঘে প্রস্তাব দেওয়া হোক।’

মহাসচিব আরো বলেন, ‘এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এ দেশ আরো নিচের দিকে যাবে, নিরাপত্তা থাকবে না।’ নেতাকর্মীদের প্রতি তিনি আরো বলেন, ‘ঢাকাকে আপনারা একটা দুর্গে পরিণত করুন। আমরা এই কারাগার থেকে, এই অন্যায় থেকে, দুঃশাসন থেকে মুক্তি চাই। আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই।’

মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে এ পর্যন্ত এক লাখ ২৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ছাড়া চার শতাধিক মানুষ নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এদের বেশির ভাগই রোহিঙ্গা।